Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali): Smashwords Style Guide Translations, #9
Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali): Smashwords Style Guide Translations, #9
Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali): Smashwords Style Guide Translations, #9
Ebook240 pages1 hour

Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali): Smashwords Style Guide Translations, #9

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

রচনাশৈলী নির্দেশিকার সাহায্যে হাজার হাজার লেখক উন্নত মানের ইবুক নির্মান ও প্রকাশ করেছেন৷ এই বিনামূল্যে লভ্য নির্দেশিকায় সহজ সরল পদক্ষেপে ইবুক সৃষ্টি, বিন্যাস ও প্রকাশনের কলা আলোচিত হয়েছে৷ স্ম্যাশওয়ার্ডস্ দ্বারা অ্যাপ্‌ল্ আইবুকস্টোর, বার্নস্ অ্যান্ড নোব্‌ল্, সনি, কোবো, ডিজেল প্রভৃতি প্রধান ইবুক বিপণিতে পুস্তক পরিবেশনের জন্য যে কোনও লেখকেরই এটা পড়া আবশ্যক৷

ইবুক প্রকাশন সম্বন্ধেও এটা একটা অত্যুন্নত সহজ পাঠ৷ এই নির্দেশিকা ১০০,০০০ বারের অধিক ডাউনলোড করা হয়েছে!

সম্যাশওয়ার্ডস্ রচনাশৈলী নির্দেশিকার মধ্যে

LanguageBengali
PublisherMark Coker
Release dateApr 22, 2012
ISBN9781476355962
Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali): Smashwords Style Guide Translations, #9
Author

Mark Coker

I'm Mark, founder of Smashwords. Our mission is simple: we want to create the world's single best ebook publishing and distribution platform for our indie authors, publishers, literary agents and retailers.I'm co-author with my wife of Boob Tube, a novel that explores the wild and wacky world of Hollywood celebrity. I also wrote the Smashwords Book Marketing Guide (how to market any book for free), the Smashwords Style Guide (how to format, produce and publish an ebook) and The 10-Minute PR Checklist (helps entrepreneurs and business managers think more strategically about public relations. It's not written for authors, though some authors find it valuable.).When I'm not writing or working on Smashwords, I enjoy gardening, traveling and hiking tall mountains, the tallest of which has been Mt. Kilimanjaro.Write me at first initial second initial at you know where dot com (though please direct all support inquires to the "comments/questions" link you'll find on any Smashwords page).

Related to Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali)

Titles in the series (9)

View More

Reviews for Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Smashwords Rachanashaili Nirdeshika (Smashwords Style Guide Bengali) - Mark Coker

    সর্বাগ্রে

    স্ম্যাশওয়ার্ডসে স্বাগত!

    স্বাগত৷ স্ম্যাশওয়ার্ডস্ স্বতন্ত্র ইবুক লেখক ও প্রকাশকদের জন্য পৃথিবীর শীর্ষস্থানীয় ইবুক প্রকাশনী ও বিতরণী মঞ্চ৷ স্ম্যাশওয়ার্ডস্ রচনাশৈলী নির্দেশিকা বিশ্ব জুড়ে ১৭,০০০ অধিক লেখক ও প্রকাশকদের ৪৪,০০০ অধিক ইবুক প্রকাশে সহায়তা করেছে৷ এই রচনাশৈলী নির্দেশিকা অনুধাবন করে আপনি অল্প সময়ের মধ্যে নিখরচায় একটা উন্নত মানের ইবুক নির্মাণ, প্রকাশন ও বিতরণ করতে সক্ষম হবেন৷

    রচনাশৈলী নির্দেশিকাটা অকৃতকৌশলী বা নন-টেকনিক্যাল পাঠকদের কথা মনে করে নির্মিত৷ মাইক্রোসফ্ট ওয়ার্ড ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজনীয় নয়৷ সহজ কটা পদক্ষেপে বোঝানো হয়েছে আপনার বইটাকে কি ভাবে বিন্যস্ত করলে আপনি সেটাকে বিক্রেতার বিক্রয়যোগ্য করে তুলতে পারবেন৷

    এই রচনাশৈলী নির্দেশিকার দৈর্ঘের কল্পনায় ভীত হবেন না৷ এর এক বৃহদাংশই ছবি৷

    রচনাশৈলী নির্দেশিকা অনুসরণে বিন্যস্ত বই স্ম্যাশওয়ার্ডস্ প্রিমিয়াম ক্যাটালগের অন্তর্ভুক্ত হয়৷ এই ক্যাটালগের বই আমরা এপ্‌ল্, বার্নস্ এন্ড নোব্‌ল্, সনি, কোবো, ডিজেল প্রভৃতি মুখ্য ইবুক বিক্রেতাদের বিতরণ করি৷ আপনার বইটা বিভিন্ন পঠনযন্ত্রের উপযুক্ত কম্পিউটার ফাইল হিসাবে আমাদের দ্রুত বেড়ে ওঠা বিপণন কর্মকাণ্ড স্ম্যাশওয়ার্ডস্ ডট কমেও পাওয়া যাবে যেখান থেকে ক্রেতারা সেটাকে নমুনা ও ক্রয় করে যে কোনও পঠনযন্ত্রে উপভোগ করতে পারবেন৷

    স্ম্যাশওয়ার্ডসে প্রকাশনের জন্য আপনার প্রয়োজন শুধু একটা সম্পূর্ণ পাণ্ডুলিপি , একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন, মাইক্রোসফ্ট ওয়ার্ড বা তার-তুলনীয় কোনও ওয়ার্ডপ্রসেসর, ও এই রচনাশৈলী নির্দেশিকা অনুধাবনের সময় ও ধৈর্য৷ এখানে ধৈর্যই মূল কথা৷ যদি পরবর্তী অংশগুলোর উপর দিয়ে দ্রুত চোখ বুলিয়ে চলে যান, আপনি নিজেকেই আশাহত করবেন ও আপনার বইটার বিতরণ বিলম্বিত হবে৷

    সময় বাঁচাতে কিছু সহজ কিবোর্ড শর্টকাট শেখার জন্য পরিশিষ্ট অংশটা দেখুন৷

    নিজেই করুন, নাকি অন্যের সাহায্য নেবেন? - আপনার অপূর্ব সৃষ্টিকে এই রচনাশৈলী নির্দেশিকার নির্দেশ অনুযায়ী দেবার মত যথাযোগ্য সময়, ধৈর্য বা বিন্যাসকলা যদি আপনার না থাকে বা বিন্যাস করতে গিয়ে যদি অকথ্য কথন মুখ থেকে নির্গত হয় (ভালো লক্ষণ নয়!), তবে আপনার একজন সম-কর্মরত স্ম্যাশওয়ার্ডস্ লেখকের সাহায্য নিন৷ Mark's List নামক আমার একটা তালিকা আছে যাতে এমন কিছু স্ম্যাশওয়ার্ডস্ লেখকদের নাম-ধাম দেওয়া আছে যারা অন্য লেখকদের সাহায্যার্থে অতি অল্প ব্যয়ে ঘণ্টায় মাত্র $25এর বিনিময়ে থেকে শুরু করে স্ম্যাশওয়ার্ডস্ রচনাশৈলী নির্দেশিকা অনুযায়ী আপনার ইবুকের বিন্যাস করতে প্রস্তুত৷ এই তালিকায় এ ধরণের বইয়ের বহিরাবরণ চিত্র-শিল্পীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে৷ আপনি যদি এই তালিকাটা চান (এই উল্লেখের জন্য আমরা কোন অর্থ উপার্জন করি না), তবে list@smashwords.com -কে একটা ইমেল পাঠান এবং স্বয়ংকৃত উত্তরের সঙ্গেই সেটা আপনার কাছে পৌঁছে যাবে৷ মনে রাখবেন: এঁদের কাজে লাগালে সেটা করছেন আপনি নিজে, স্ম্যাশওয়ার্ডস্ নয়৷ ফলে আপনি কোনও বিশেষ ক্রেতা সহায়তা বা আপনার বইয়ের জন্য কোনও অতি-দ্রুত স্বীকৃতি আশা করবেন না৷ তবে যেহেতু এঁরা স্ম্যাশওয়ার্ডস্ ইবুক বিন্যাসে পারদর্শী এরা আপনাকে একটা পরিষ্কার ফাইল ফেরত দেবেন যা সাধারণত আপনার বইটাকে প্রথম প্রচেষ্টাতেই প্রিমিয়াম ক্যাটালগে তার প্রাপ্য স্থান পাইয়ে দেবে৷

    কিছু ভালো বিন্যাসের উদাহরণ - নিম্নোক্ত স্ম্যাশওয়ার্ডস্ বই দুটোই অতি উন্নত মানের বিন্যাসের উদাহরণ৷ আপনি এ দুটো বিনামূল্যে RTF ফাইল আকারে ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রসেসরে খুলে পড়তে পারেন৷

    ১৷ Jigglers by Gerald Weinberg - http://www.smashwords.com/books/download/22171/3/386145/jigglers-aremac-a-century-later.rtf

    ২৷ The Unsuspecting Mage: The Morcyth Saga Book One by Brian S. Pratt - https://www.smashwords.com/books/download/1444/3/null/0/0/the-unsuspecting-mage-the-morcyth-saga-book-one.rtf

    আর এই স্ম্যাশওয়ার্ডস্ রচনাশৈলী নির্দেশিকা একটা জলজ্যান্ত নথি৷ আপনার বিন্যাসের অভিজ্ঞতার উপরিগুলো যার কোনও নিদর্শন এই নির্দেশিকায় নেই অনুগ্রহ করে ইংরাজীতে এমসি @ স্ম্যাশওয়ার্ডস্ ডট কম ঠিকানায় Mark Coker -কে পাঠাবেন৷

    স্ম্যাশওয়ার্ডস্ কি প্রকাশ করে, কি করে না

    গোড়ায় ফিরতে হলে

    স্ম্যাশওয়ার্ডস্ কেবলমাত্র মৌলিক এবং আইনগতভাবে স্বীকৃত বই যা সরাসরিভাবে লেখক বা একজন মাত্র বর্তমান ডিজিটাল প্রকাশকের কাছ থেকে প্রাপ্ত তাই প্রকাশ করে৷ আমরা পাবলিক ডোমেন বই প্রকাশ করি না৷ আমরা অসম্পূর্ণ বই প্রকাশ করি না৷ যে সব বই ইন্টারনেটে অন্য লেখকদের নামে বেরোয় যেমনটা হয় Private Label Rights scam -এ সেইসব বইও আমরা প্রকাশ করি না৷ আপনি যদি যৌন কামনা উদ্রেককারী কিছু লেখেন , আপনার প্রতিটা চরিত্র অবশ্যই যেন প্রাপ্তবয়স্ক হয়৷ সর্বশেষে, আমরা যে সব বই চটজলদি প্রচুর অর্থোপার্জনের সম্ভাব্য পদ্ধতির সন্ধান দিতে চেষ্টা করে সেই সব বই লিখতে কোনও লেখককে উৎসাহ যোগাই না৷ স্ম্যাশওয়ার্ডস্ কেবলমাত্র একনিষ্ঠ লেখকদের জন্য একটা পেশাদারী প্রকাশনী ও বিতরণী পরিসেবা৷

    গোড়ায় ফিরতে হলে

    পাঁচটা গতানুগতিক বিন্যাসের ভূল থেকে সাবধান!

    ১৷ ভুল Indent - অনুচ্ছেদের প্রথম ছত্রের খাঁজ বা first line paragraph indent সৃষ্টি করার জন্য ট্যাব কিংবা স্পেসবার ব্যবহার করবেন না (বরং একটা বিশেষ প্রথম ছত্রের খাঁজ বা special first line paragraph indentআপনার অনুচ্ছেদের অন্তর্ভুক্ত করুন: নিচে ৭খ-ক পড়ুন৷)

    ২৷ একাধিক অনুচ্ছেদের শেষ - পৃষ্ঠায় লিপি সাজানোর জন্য পরপর চারটের অধিক অনুচ্ছেদের শেষ (এন্টার টিপে তৈরি, যাকে বলে hard return) কখনই ব্যবহার করবেন না (এতে করে কিছু ছোট ইবুক পঠনযন্ত্রে ফাঁকা পৃষ্ঠা দেখা দেয়)৷

    ৩৷ অনুচ্ছেদের বিভাজনে ভুল – অনুচ্ছেদের বিভাজনের জন্য হয় প্রথম ছত্রের খাঁজ (first line paragraph indent) নতুবা ব্লক বিভাজন পদ্ধতি (শেষে ৬ পয়েন্ট দূরত্ব) ব্যবহার করুন৷ কোনও একটা না করলে অনুচ্ছেদগুলো জড়িয়ে গিয়ে পাঠকের চোখ একটার শেষ থেকে অন্যটার শুরুকে পৃথক্‌ করতে পারে না৷ তবে কেবল একটা পদ্ধতিই ব্যবহার করুন (গল্পের বই হলে প্রথম ছত্রের খাঁজ, না হলেও বেশীর ভাগ ক্ষেত্রেই তাই, আর ব্লক পদ্ধতিটা সাধারণত গল্পের বই ব্যতিতই ব্যবহার হয়), দুটো নয়৷ যদি আপনি ব্লক পদ্ধতি ব্যবহার করেন, অনুচ্ছেদের শেষে ফাঁকা লাইন বা ফাঁকা অনুচ্ছেদ সৃষ্টি করবেন না৷ বরং উপরোক্ত ভাবে "শেষে" ৬ পয়েন্ট দূরত্ব বজায় রাখুন (নিচে পদক্ষেপ ৭: প্যারাগ্রাফ স্টাইল ও ফন্ট নিয়ন্ত্রণ ও পরিবর্তন করা পড়ুন)৷ এই দূরত্ব কিন্তু অনুচ্ছেদের পূর্বে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়)৷

    ৪৷ ফন্ট ও শৈলীর ভুল - শৌখিন বা অপ্রচলিত ফন্ট, রঙিন ফন্ট (কারণ বহু পঠনযন্ত্রেই ফন্টের রঙ বজায় থাকে না), কার্নিং (kerning), সংকোচন বা প্রসারণ, ১৬ পয়েন্টের চেয়ে বড় ফন্ট, ভিন্ন-ভিন্ন অনেকগুলো অনুচ্ছেদ-শৈলী বা paragraph style (যা আপনার ইবুকটাকে কুৎসিত করে তোলে ও অপ্রত্যাশিত সব সমস্যাগুলোকে অযথা বাড়িয়ে তোলে) ব্যবহার করবেন না৷ অনুচ্ছেদশৈলীগুলোতে ১৮ পয়েন্টের চেয়ে বড় ফন্ট যেন কোনও অবস্থাতেই না থাকে৷

    ৫৷ কৃতিস্বত্ব পৃষ্ঠার ভুল - আপনার ইবুকের front matter বা সামনের অংশের কথাটা যেন ভুলবেন না (প্রিমিয়াম ক্যাটালগের জন্য এটা অত্যাবশ্যক), নিচে ২১খ পড়ুন৷

    স্ম্যাশওয়ার্ডস্ কি ভাবে বই প্রকাশ করে

    গোড়ায় ফিরতে হলে

    এই নির্দেশিকার বিন্যাস পদ্ধতিগুলো সাবধানতা অবলম্বনের সঙ্গে প্রয়োগ করার পর, আপনার বইটা স্ম্যাশওয়ার্ডসে আপলোড করার জন্য প্রস্তুত৷ স্ম্যাশওয়ার্ডসের যে কোনও ওয়েবপেজ থেকে Publish -এর ওপর মাউসক্লিক করুন ও আপনার কম্পিউটারের পর্দায় ভেসে ওঠা নির্দেশানুযায়ী আপনার বইটা স্বচ্ছন্দে আপলোড করুন৷

    স্ম্যাশওয়ার্ডস্ আপনার মৌলিক মাইক্রোসফ্ট ওয়ার্ড DOC উৎস ফাইলটা নিয়ে সেটাকে নানান ইবুক ফর্ম্যাটে রূপান্তরিত করে যার মধ্যে রয়েছে EPUB, PDF, RTF, PDB, MOBI, LRF, TXT ও অনলাইন HTML ও JavaScript ফর্ম্যাট৷ এইভাবে নানান রূপে প্রকাশ করে আপনার বইটা যে কোনও পঠনযন্ত্রে পাঠযোগ্য হবে যার মধ্যে রয়েছে আমাজন কিন্ড্‌ল্ (Kindle), এপ্‌ল্ আইপ্যাড, ব্যাক্তিগত কম্পিউটার, আইফোন (স্ট্যান্‌জা ইরিডার অ্যাপের সাহায্যে), সনি রিডার, কোবো রিডার, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইত্যাদি৷

    পাবলিশ স্ক্রিন থেকে আপনার বইটার শতকরা কিছু অংশ আপনি নমুনা স্বরূপ পাঠকদের বিনামূল্যে ডাউনলোডের অনুমতি দিতে পারেন৷ বেশীর ভাগ লেখকরা ১৫-৩০% নির্বাচিত করেন৷ অবশ্য কোনও বিনামূল্য নমুনা না যোগালে আপনার বইটা কিছু বানিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ বিপণিতে উপলব্ধ হবে না৷ আর মনে রাখবেন নমুনার অংশে কোনও পরিবর্তন করলেই কিন্তু আপনার বইটা পুনরায় আপলোড করা আবশ্যক নতুবা পরিবর্তনটা কার্যকরী হবে না৷

    গোড়ায় ফিরতে হলে

    স্ম্যাশওয়ার্ডস্ কি ভাবে গ্রন্থ বিতরণ করে:

    স্ম্যাশওয়ার্ডস্ আপনার বইটা দুই ভাবে বিতরণ করে থাকে:

    ১৷ স্ট্যান্ডার্ড ক্যাটালগ: Smashwords.com -এ লভ্য সব বইগুলোই স্ট্যান্ডার্ড ক্যাটালগের অন্তর্ভুক্ত৷ এই বইগুলো আপনা থেকেই আইফোনে

    Enjoying the preview?
    Page 1 of 1